"বিস্মিল্লাহির-রহ্মানির রহিম"
প্রস্তাবনা
আমরা, বাংলাদেশের জনগণ, ১৯৭১ খ্রীষ্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া ২[ জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের] মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি;
৩[ আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল -জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে ;]
আমরা আরও অঙ্গীকার করিতেছি যে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে;
আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা-আকাঙ্খার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেইজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ন রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান আমাদের পবিত্র কর্তব্য;
এতদ্বারা আমাদের এই গণপরিষদে, অদ্য তের শত ঊনআশী বঙ্গাব্দের কার্তিক মাসের আঠারো তারিখ, মোতাবেক ঊনিশ শত বাহাত্তর খ্রীষ্টাব্দের নভেম্বর মাসের চার তারিখে, আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম
৩[ আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল -জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে ;]
আমরা আরও অঙ্গীকার করিতেছি যে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা- যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে;
আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানবজাতির প্রগতিশীল আশা-আকাঙ্খার সহিত সঙ্গতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করিতে পারি, সেইজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিস্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ন রাখা এবং ইহার রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান আমাদের পবিত্র কর্তব্য;
এতদ্বারা আমাদের এই গণপরিষদে, অদ্য তের শত ঊনআশী বঙ্গাব্দের কার্তিক মাসের আঠারো তারিখ, মোতাবেক ঊনিশ শত বাহাত্তর খ্রীষ্টাব্দের নভেম্বর মাসের চার তারিখে, আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম
সূচী
| প্রথম ভাগ প্রজাতন্ত্র | |||
| ১৷ প্রজাতন্ত্র | |||
| ২৷ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা | |||
| ২ক৷ রাষ্ট্রধর্ম | |||
| ৩৷ রাষ্ট্রভাষা | |||
| ৪৷ জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক | |||
| ৪ক। জাতির পিতার প্রতিকৃতি | |||
| ৫৷ রাজধানী | |||
| ৬৷ নাগরিকত্ব | |||
| ৭৷ সংবিধানের প্রাধান্য | |||
| ৭ক। সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ | |||
| ৭খ। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য | |||
| দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি | |||
| ৮৷ মূলনীতিসমূহ | |||
| ৯। জাতীয়তাবাদ | |||
| ১০। সমাজতন্ত্র ও শোষণমুক্তি | |||
| ১১৷ গণতন্ত্র ও মানবাধিকার | |||
| ১২। ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা | |||
| ১৩৷ মালিকানার নীতি | |||
| ১৪৷ কৃষক ও শ্রমিকের মুক্তি | |||
| ১৫৷ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা | |||
| ১৬৷ গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব | |||
| ১৭৷ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা | |||
| ১৮৷ জনস্বাস্থ্য ও নৈতিকতা | |||
| ১৮ক। পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন | |||
| ১৯৷ সুযোগের সমতা | |||
| ২০৷ অধিকার ও কর্তব্যরূপে কর্ম | |||
| ২১৷ নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য | |||
| ২২৷ নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ | |||
| ২৩৷ জাতীয় সংস্কৃতি | |||
| ২৩ক। উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি | |||
| ২৪৷ জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি | |||
| ২৫৷ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন | |||
| তৃতীয় ভাগ মৌলিক অধিকার | |||
| ২৬। মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল | |||
| ২৭। আইনের দৃষ্টিতে সমতা | |||
| ২৮। ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য | |||
| ২৯। সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা | |||
| ৩০। বিদেশী, খেতাব, প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ | |||
| ৩১। আইনের আশ্রয়-লাভের অধিকার | |||
| ৩২। জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকাররক্ষণ | |||
| ৩৩। গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ | |||
| ৩৪। জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ | |||
| ৩৫। বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ | |||
| ৩৬। চলাফেরার স্বাধীনতা | |||
| ৩৭। সমাবেশের স্বাধীনতা | |||
| ৩৮। সংগঠনের স্বাধীনতা | |||
| ৩৯। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা | |||
| ৪০। পেশা বা বৃত্তির স্বাধীনতা | |||
| ৪১। ধর্মীয় স্বাধীনতা | |||
| ৪২। সম্পত্তির অধিকার | |||
| ৪৩। গৃহ ও যোগাযোগের রক্ষণ | |||
| ৪৪। মৌলিক অধিকার বলবৎকরণ | |||
| ৪৫। শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন | |||
| ৪৬। দায়মুক্তি-বিধানের ক্ষমতা | |||
| ৪৭। কতিপয় আইনের হেফাজত | |||
| ৪৭ক। সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা | |||
| চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ | |||
| ৪ ১ম পরিচ্ছেদ রাষ্ট্রপতি | |||
| ৪৮। রাষ্ট্রপতি | |||
| ৪৯। ক্ষমা প্রদর্শনের অধিকার | |||
| ৫০। রাষ্ট্রপতি-পদের মেয়াদ | |||
| ৫১। রাষ্ট্রপতির দায়মুক্তি | |||
| ৫২। রাষ্ট্রপতির অভিশংসন | |||
| ৫৩। অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ | |||
| ৫৪। অনুপস্থিতি প্রভৃতির-কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার | |||
| ২য় পরিচ্ছেদ প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা | |||
| ৫৫। মন্ত্রিসভা | |||
| ৫৬। মন্ত্রিগণ | |||
| ৫৭। প্রধানমন্ত্রীর পদের মেয়াদ | |||
| ৫৮। অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ | |||
| ৫৮ক [বিলুপ্ত] | |||
| ২ক পরিচ্ছেদ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার [সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন)-এর ২১ ধারাবলে পরিচ্ছেদটি বিলুপ্ত।] | |||
| [ বিলুপ্ত] | |||
| ৩য় পরিচ্ছেদ স্থানীয় শাসন | |||
| ৫৯। স্থানীয় শাসন | |||
| ৬০। স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা | |||
| ৪র্থ পরিচ্ছেদ প্রতিরক্ষা কর্মবিভাগ | |||
| ৬১। সর্বাধিনায়কতা | |||
| ৬২। প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রভৃতি | |||
| ৬৩। যুদ্ধ | |||
| ৫ম পরিচ্ছেদ অ্যাটর্ণি -জেনারেল | |||
| ৬৪। অ্যাটর্ণি-জেনারেল | |||
| পঞ্চম ভাগ আইনসভা | |||
| ১ম পরিচ্ছেদ সংসদ | |||
| ৬৫। সংসদ-প্রতিষ্ঠা | |||
| ৬৬। সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা | |||
| ৬৭। সদস্যদের আসন শূন্য হওয়া | |||
| ৬৮। সংসদ-সদস্যদের [পারিশ্রমিক] প্রভৃতি | |||
| ৬৯। শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোট দান করিলে সদস্যের অর্থদন্ড | |||
| ৭০। রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া | |||
| ৭১। দ্বৈত-সদস্যতায় বাধা | |||
| ৭২। সংসদের অধিবেশন | |||
| ৭৩। সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী | |||
| ৭৩ক। সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার | |||
| ৭৪। স্পীকার ও ডেপুটি স্পীকার | |||
| ৭৫। কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি | |||
| ৭৬। সংসদের স্থায়ী কমিটিসমূহ | |||
| ৭৭। ন্যায়পাল | |||
| ৭৮। সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি | |||
| ৭৯। সংসদ-সচিবালয় | |||
| ২য় পরিচ্ছেদ আইন প্রনয়ন ও অর্থসংক্রান্ত পদ্ধতি | |||
| ৮০। আইন প্রণয়ন পদ্ধতি | |||
| ৮১। অর্থবিল | |||
| ৮২। আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ | |||
| ৮৩। সংসদের আইন ব্যতীত করারোপে বাধা | |||
| ৮৪। সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারী হিসাব | |||
| ৮৫। সরকারী অর্থের নিয়ন্ত্রণ | |||
| ৮৬। প্রজাতন্ত্রের সরকারী হিসাবে প্রদেয় অর্থ | |||
| ৮৭। বার্ষিক আর্থিক বিবৃতি | |||
| ৮৮। সংযুক্ত তহবিলের উপর দায় | |||
| ৮৯। বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি | |||
| ৯০। নির্দিষ্টকরণ আইন | |||
| ৯১। সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী | |||
| ৯২। হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট | |||
| ৯২ক। [বিলুপ্ত] | |||
| ৩য় পরিচ্ছেদ অধ্যাদেশপ্রণয়ন-ক্ষমতা | |||
| ৯৩। অধ্যাদেশপ্রণয়ন-ক্ষমতা | |||
| ষষ্ঠ ভাগ বিচারবিভাগ | |||
| ১ম পরিচ্ছেদ সুপ্রীম কোর্ট | |||
| ৯৪। সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা | |||
| ৯৫। বিচারক-নিয়োগ | |||
| ৯৬। বিচারকের পদের মেয়াদ | |||
| ৯৭। অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ | |||
| ৯৮। সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ | |||
| ৯৯। অবসর গ্রহণের পর বিচারগণের অক্ষমতা | |||
| ১০০। সুপ্রীম কোর্টের আসন | |||
| ১০১। হাইকোর্ট বিভাগের এখতিয়ার | |||
| ১০২। কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা | |||
| ১০৩। আপীল বিভাগের এখতিয়ার | |||
| ১০৪। আপীল বিভাগের পরোয়ানা জারী ও নির্বাহ | |||
| ১০৫। আপীল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা | |||
| ১০৬। সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার | |||
| ১০৭। সুপ্রীম কোর্টের বিধি-প্রণয়ন-ক্ষমতা | |||
| ১০৮। "কোর্ট অব রেকর্ড" রূপে সুপ্রীম কোর্ট | |||
| ১০৯। আদালতসমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ | |||
| ১১০। অধস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর | |||
| ১১১। সুপ্রীম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা | |||
| ১১২। সুপ্রীম কোর্টের সহায়তা | |||
| ১১৩। সুপ্রীম কোর্টের কর্মচারীগণ | |||
| ২য় পরিচ্ছেদ অধস্তন আদালত | |||
| ১১৪। অধস্তন আদালত-সমূহ প্রতিষ্ঠা | |||
| ১১৫। অধস্তন আদালতে নিয়োগ | |||
| ১১৬। অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা | |||
| ১১৬ক। বিচারবিভাগীয় কর্মচারীগণ বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন | |||
| ৩য় পরিচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল | |||
| ১১৭। প্রশাসনিক ট্রাইব্যুনালসমূহ | |||
| ষষ্ঠ ক ভাগ-জাতীয়দল [সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন)-এর ৪১ ধারাবলে বিলুপ্ত।] | |||
| [বিলুপ্ত] | |||
| সপ্তম ভাগ নির্বাচন | |||
| ১১৮। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা | |||
| ১১৯। নির্বাচন কমিশনের দায়িত্ব | |||
| ১২০। নির্বাচন কমিশনের কর্মচারীগণ | |||
| ১২১। প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা | |||
| ১২২। ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা | |||
| ১২৩। নির্বাচন-অনুষ্ঠানের সময় | |||
| ১২৪। নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা | |||
| ১২৫। নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা | |||
| ১২৬। নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তাদান | |||
| অষ্টম ভাগ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক | |||
| ১২৭। মহা হিসাব-নিরীক্ষক পদের প্রতিষ্ঠা | |||
| ১২৮। মহা-হিসাব নিরীক্ষকের দায়িত্ব | |||
| ১২৯। মহা হিসাব-নিরীক্ষকের কর্মের মেয়াদ | |||
| ১৩০। অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষক | |||
| ১৩১। প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার আকার ও পদ্ধতি | |||
| ১৩২। সংসদে মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন | |||
| নবম ভাগ বাংলাদেশের কর্মবিভাগ | |||
| ১ম পরিচ্ছেদ কর্মবিভাগ | |||
| ১৩৩। নিয়োগ ও কর্মের শর্তাবলী | |||
| ১৩৪। কর্মের মেয়াদ | |||
| ১৩৫। অসামরিক সরকারী কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি | |||
| ১৩৬। কর্মবিভাগ-পুনর্গঠন | |||
| ২য় পরিচ্ছেদ সরকারী কর্ম কমিশন | |||
| ১৩৭। কমিশন-প্রতিষ্ঠা | |||
| ১৩৮। সদস্য-নিয়োগ | |||
| ১৩৯। পদের মেয়াদ | |||
| ১৪০। কমিশনের দায়িত্ব | |||
| ১৪১। বার্ষিক রিপোর্ট | |||
| ৫ নবম-ক ভাগ জরুরী বিধানাবলী | |||
| ১৪১ক। জরুরী-অবস্থা ঘোষণা | |||
| ১৪১খ। জরুরী-অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ | |||
| ১৪১গ। জরুরী-অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ | |||
| দশম ভাগ সংবিধান-সংশোধন | |||
| ১৪২। সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা | |||
| একাদশ ভাগ বিবিধ | |||
| ১৪৩। প্রজাতন্ত্রের সম্পত্তি | |||
| ১৪৪। সম্পত্তি ও কারবার প্রভৃতি-প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব | |||
| ১৪৫। চুক্তি ও দলিল | |||
| ১৪৫ক। আন্তর্জাতিক চুক্তি | |||
| ১৪৬। বাংলাদেশের নামে মামলা | |||
| ১৪৭। কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি | |||
| ১৪৮। পদের শপথ | |||
| ১৪৯। প্রচলিত আইনের হেফাজত | |||
| ১৫০। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী | |||
| ১৫১। রহিতকরণ | |||
| ১৫২। ব্যাখ্যা | |||
| ১৫৩। প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ Published By Km Anik |
No comments:
Post a Comment