Wednesday, October 18, 2017

বাংলাদেশের লক্ষ্য ৩৫৪

৩৫৩ রানে থামল দক্ষিণ আফ্রিকা

ডি ভিলিয়ার্স আউট হওয়ার পর আর কোনো বাউন্ডারি মারতে পারেনি দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে পড়ে দুই উইকেট। শেষ পর্যন্ত থেমেছে তারা ৫০ ওভারে ৩৫৩ রানে।
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ২০০৮ সালে বেনোনিতে ৩৫৮ এখনও সর্বোচ্চ।
বাংলাদেশের বিপক্ষে এই নিয়ে সপ্তমবার সাড়ে তিনশর বেশি রান করল কোনো দল।
বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল ৪ উইকেট নিয়েছেন ৬২ রানে। ৬০ রানে দুটি সাকিব। বিবর্ণ বাকি সবাই। ৯ ওভারে ৭১ রান গুণেছেন তাসকিন আহমেদ। ১০ ওভারে ৮২ রান দিয়ে উইকেটশূন্য মাশরাফি। ওয়ানডেতে এত বেশি রান আগে দেননি কখনোই। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ ওভারে ৮০ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকা
: ৫০ ওভারে ৩৫৩/৬ (আমলা ৮৫, ডি কক ৪৬, দু প্লেসি ০, ডি ভিলিয়ার্স ১৭৬, দুমিনি ৩০, বেহারদিন ৭*, প্রিটোরিয়াস ০, ফেলুকওয়ায়ো ০*; মাশরাফি ০/৮২, তাসকিন ০/৭১, সাকিব ২/৬০, নাসির ০/৪৯, রুবেল ৪/৬২, সাব্বির ০/১১, মাহমুদউল্লাহ ০/১৬)।


 Posted By Km Anik

No comments:

Post a Comment