মিয়ানমারের সেনা প্রধানসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের ওপর ‘আমন্ত্রণ নিষেধাজ্ঞা’ আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাভুক্ত দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা পুনর্মূল্যায়ণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ সোমবার রোহিঙ্গাদের ওপর ‘অসামঞ্জস্যপূর্ণ’ শক্তি প্রয়োগের কারণে ইউরোপীয়ান কাউন্সিলে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সম্পর্ক বাতিল বিষয়ক এসব সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে, রোহিঙ্গাদের জাতিগত নিধনের কাজে ব্যবহার করা হচ্ছিল এমন কিছু অস্ত্র ও যন্ত্রপাতি মিয়ানমার সেনাবাহিনীর কাছে বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইইউ।
Posted By Km Anik

No comments:
Post a Comment